৮১তম এসকাপ অধিবেশনে অংশ নিয়েছে বাংলাদেশ

- প্রকাশিতঃ ১২:৩৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
- / 4
ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (এসকাপ) ৮১তম অধিবেশন শুরু হয়েছে আজ সোমবার (২১ এপ্রিল)। থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘের সম্মেলন কেন্দ্রে সপ্তাহব্যাপী চলবে এ অধিবেশন। এতে অংশ নিয়েছে বাংলাদেশ।

এ অধিবেশনে ৫৩টি সদস্য রাষ্ট্র ও ৯টি সহযোগী সদস্য অংশ নিয়েছে। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।
অধিবেশনের উদ্বোধনী পর্বে প্রধান উপদেষ্টা এবং নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভিডিও বার্তায় অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল শহর উন্নয়নের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি দেশের সংস্কারযাত্রা এবং থ্রি জিরো ভিশন-এর কথাও তুলে ধরেন এতে।
প্রধান উপদেষ্টা জলবায়ু পরিবর্তন ও শহরভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান এবং টেকসই ভবিষ্যৎ গঠনে তরুণদের সম্ভাবনা ও উদ্ভাবন কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।
এসকাপ অধিবেশন বাংলাদেশের জন্য একটি কৌশলগত মঞ্চ হিসেবে কাজ করছে। যেখানে অভিজ্ঞতা শেয়ার করার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং ২০৩০ সালের টেকসই উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে পারবে।